| |
               

মূল পাতা সারাদেশ জেলা ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ; গ্রেপ্তার ৩


ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ; গ্রেপ্তার ৩


রহমত নিউজ     28 October, 2025     07:46 PM    


ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের এক পর্যায়ে রেলওয়ে স্টেশনে থাকা ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. সাজন (১৬), মো. ফাহিম (১৭) ও মো. আরমান (১৬)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশের যৌথ অভিযানের তাদের গ্রেপ্তার করা হয়।

ট্রেনে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ ভৈরব রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা করেন। অন্যান্য আসামি চিহ্নিত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

এর আগে সোমবার ভৈরব রেলওয়ে স্টেশনে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা উপকূল এক্সপ্রেস ট্রেনে এলোপাতাড়ি ইট পাথর নিক্ষেপ করে ট্রেন ও যাত্রীদের ক্ষতিসাধন করেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা কিশোরগঞ্জ ভৈরব